দৈনন্দিন জীবনে ইসলাম
বিভিন্ন প্রকার আমল
টয়লেটে প্রবেশ এবং টয়লেট থেকে বাহির হওয়ার দোয়াاَللَّهُمَّ اِ نِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবথি ওয়াল খাবায়ি'
এই দোয়া পড়ে রাসূল টয়লেটে ঢুকতেন। টয়লেটে ঢুকার আগে এই দোয়া পড়তে বলেছেন। (বুখারী শরীফ, খন্ড-২, পৃষ্ঠা-৯৩৬)
পায়খানা থেকে বের হওয়ার দোয়া :
বাংলা উচ্চারণ : গুফরা-নাকা আলহামদু লিল্লাহিল লাযি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি
অনেক ভুল আছে। আরও কেয়াফুল হয়ে পোস্ট দেয়া উচিৎ।
উত্তরমুছুনএতো
উত্তরমুছুনকেয়াফুল বলতে কি বুঝাচ্ছেন?
উত্তরমুছুনআল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুছে অ-ল্ খাবায়েছে।
উত্তরমুছুনভাই বুঝাতে চেয়েছেন কেয়ারফুল।
উত্তরমুছুনভাই বের হওয়ার টা একটু বললে খুমি হতাম 💗ধন্যবাদ
মুছুনভাই বের হওয়ার টা একটু বললে খুমি হতাম 💗ধন্যবাদ
মুছুনহ্যা ভালো জিনিস।
মুছুনMr.Unknown ভাই আপনার ও ভুল আছে, খাবায়েছে, তা হবে না, হবে খাবাইস অথবা খাবাইসি। আর খুশি হবে খুমি না। আপনি ও আরও কেয়ার ফুল হয়ে উত্তর দিবেন।ধন্যবাদ
মুছুনঅটিজম
উত্তরমুছুনআসসালামু আলাইকুম। আরবি লেখা দেখে মনে হচ্ছে লেখাটায় ভুল আছে। দয়া করে সঠিক লেখাটা পোস্ট করবেন। বাংলায় লিখেছেন ইন্নি আরবিতে নু এর নীচে যের নাই। আর তানবিনের নীচে যবর আছে। এব্যাপারে একজন আলেমকে দেখান।
উত্তরমুছুনওইটা ঠিকই আছে। ওটা জবর না জের।৷৷ তানবিন এর উপরে থাক্লে জবর হতো।
মুছুনদোয়া গুলো আরবীতে এবং বাংলায় লিখে বাথরুমের দরজায় লাগলো কি জায়েজ আছে???
উত্তরমুছুনবাথরুমের সুইচের পাশে লেখেন।দেখতেও ভালো লাগবে। ধন্যবাদ
মুছুনAnjir Rumey ভাই আপনার মতামত এর সাথে আমি ও একমত।ধন্যবাদ।
মুছুনআপনার মন্তব্য লিখুন...vul ase
উত্তরমুছুনGreenworld.com ভাই ভুল আছে লিখে এরিয়ে কেন যান। সঠিকটা জানা থাকলে মেহেরবানি করে প্রকাশ করুন।ধন্যবাদ
মুছুন