দৈনন্দিন জীবনে ইসলাম
বিভিন্ন প্রকার আমল
যানবাহনের দোয়াযে কোন যানবাহনে উঠার সময় প্রথমে ডান পা রেখে বিস্মিল্লাহ্ পুরা পাঠ করবে। তারপর তিনবার “আলহামদুলিল্লাহ্” তিনবার “আল্লাহুআকবার” বলে নিম্নোক্ত দোয়া পাঠ করবে।
“সুবহানাল্লাজী ছাখ্খারলানা হাজা ওয়ামা কুন্না লাহু মুক্বরিনীন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুন ক্বলিবুন।
অত:পর তিনবার “সুবহানাল্লাহ” বলে
নিম্নলিখিত দোয়া পাঠ করে আকাশের দিকে তাকিয়ে মুচুকি হাসি দিবে। “সুবহানাকা ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আনতা।
সফর অবস্থায়ঃ আল্লাহুম্মা আনতাচ্ছাহিবু ফিচ্ছফরি ওয়াল খলিফাতু ফিল আহ্লি আল্লাহুম্মাছ হাবনা ফিচ্ছফরি ওয়াখ লুফনা ফি আহলি।
0 on: "যানবাহন এবং সফরের দোয়া"