দৈনন্দিন জীবনে ইসলাম
বিভিন্ন প্রকার আমল
اَللَّهُمَّ اكْفِنِىْ بِحَلاَ لِكَ عَنْ حَرَامِكَ وَاَغْنِنِىْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
আল্লাহুম্মা আকফিনি বি হালালিকা আ'ন হারামিকা আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা
হযরত আলী (রাঃ) বলেছেন, যে ব্যাক্তি এই দোয়া পড়বে সে যদি পাহাড়ের সমানও দেনাগ্রস্থ হয়ে থাকে তবুও তার জন্য দেনা পরিশোধ সহজ করে দেয়া হবে। (তিরমিজী শরীফ, খন্ড-২ পৃষ্ঠা-১৯৫)
0 on: "ঋণ মুক্তির দোয়া"