বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে সর্ব প্রথম শুকরিয়া আদায় করছি যে, আজ থেকে ইসলামের কাজে নিজেকে কিছুটা বিলিয়ে দেওয়ার সুযোগ নিজে তৈরি করে নিতে পেরেছি এজন্য। সাথে সাথে দুজাহানের প্রিয় হাবীব, সরকারে কায়েনাত হযরত মোহাম্মদ মোস্তফা (সঃ) এর উপর দরুদ পাঠ করে শুরু করছি ইসলামের খেদমত। যেহেতু আজ থেকে সর্ব প্রথম শুরু করছি ইসলামের খেদমতে লিখন, তাই সর্ব প্রথম শুরু করব একটি মানুষের দিনের শুরু থেকে ইসলামের আলোকে জীবন পরিচালনা করার পরামর্শ/আদেশ/উপদেশ দিয়ে। একজন মুসলমান তার জীবন ইসলামের আলোকে পরিচালনা করতে দিনের শুরু থেকেই তাকে ইসলামের ভিত্তিতে জীবন পরিচালনা করা উচিত।
ঘুম থেকে উঠার সময় আল্লাহর নাম স্বরণ করেই দিনের কাজ শুরা করা চাই। কারণ দিনের শুরুতে যে ব্যাক্তি আল্লাহর নাম স্বরণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস রেখে দিনের যাত্রা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কাজে বরকত দান করেন এটা যুগ যুগ থেকে পরীক্ষিত। তাই বলব আমরা সর্ব
প্রথম ঘুম থেকে উঠার সময় এই দোয়া পাঠ করে ঘুম থেকে উঠব।
অর্থ : সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাদের মৃত্যু দিয়ে আবার জীবনস্ফ দান করেছেন। আর অবশেষে আমাদেরকে তাঁরই কাছে ফিরে যেতে হবে। -সহীহ বুখারী, হাদীস ৬৩১৪; সহীহ মুসলিম, হাদীস ২৭১১ হযরত বারা রা. থেকে
যেহেতু মৃত্যুর সাথে ঘুমের অনেক মিল রয়েছে তাই এ দুআয় ঘুমকে মৃত্যুর সাথে এবং জাগরণকে মৃত্যুর পর পুনর্জীবন লাভের সাথে তুলনা করা হয়েছে। এভাবে প্রতিদিনের নিদ্রা ও জাগরণকে মৃত্যুর পর পুনর্জীবনের স্মারক ও এর প্রস্তুতি চিন্তার উপায় বানিয়ে দেওয়া হয়েছে। ঘুমের ও ঘুম থেকে জাগ্রত হওয়ার সময়েরর দুআগুলোর মধ্যে এ দুআটি খুবই সংক্ষিপ্ত, সুতরাং মুখস্থ রাখাও খুব সহজ
দোয়ার বাংলা উচ্চারণ দিলে যাহারা আরবি পড়তে পারেনা তাদের জন্য পড়তে সুবিধা হতো
উত্তরমুছুন"ধন্যবাদ "
কোন দোয়া পড়লে সকালে ঘুম থেকে উঠা যায়?
উত্তরমুছুন