দৈনন্দিন জীবনে ইসলাম
বিভিন্ন প্রকার আমল
মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া ঃ মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া ঃ
রাসুল (সা.) বলেছেন,,, যখন তোমাদের কেহ মসজিদে প্রবেশ করবে, তখন (প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করে) বলবেঃ
‘আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রাহমাতিকা’ অর্থাৎ- ‘হে আল্লাহ! আমার জন্য রহমতের দরজা খুলে দিন।’
আর যখন মসজিদ থেকে বের হবে তখন (বাম পা আগে দিয়ে) বলবেঃ
‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা”
ধন্যবাদ
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনআসল উত্তর কি ফাদলিকা নাকি ফাদলিক৷
উত্তরমুছুনএখানে আয়াতটি শেষ করা হয়েছে তাই ফাদলিক বললেও হবে,
মুছুনধন্যবাদ।
উত্তরমুছুনসুক্রিয়া
উত্তরমুছুনsukriya
উত্তরমুছুনtnks
উত্তরমুছুন