More Categories



Culture perverted genius behind the healthy development of culture

এই ব্লগটি সন্ধান করুন

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.

Islamic Life

Islamic Life
Makka Sharif

Translate

হস্তমৈথুনের অপকারিতা কী?

হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যা হয়---(১)মানসিক সমস্যা। (২)শারীরিক সমস্যা। পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যেসব সমস্যায় ভুগতে পারে তার ম...

মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

মা-বাবার জন্যে দোয়া

- কোন মন্তব্য নেই
দৈনন্দিন জীবনে ইসলাম
বিভিন্ন প্রকার আমল
মা-বাবার জন্যে

মাতা-পিতার জন্য সন্তানের দোয়াঃ রাব্বির হামহুমা কামা রাব্বা ঈয়ানী সাগিরা। (সূরা বণী ইসরাইল, আয়াতঃ ২৩-২৫)

[অর্থঃ হে আল্লাহ্‌ আমার মাতা-পিতার প্রতি আপনি সেই ভাবে সদয় হউন, তাঁরা শৈশবে আমাকে যেমন স্নেহ-মমতা দিয়ে লালন-পালন করেছেন।]

খাবার খাওয়া শুরু ও শেষে দোয়া

- ৩টি মন্তব্য

দৈনন্দিন জীবনে ইসলাম
বিভিন্ন প্রকার আমল
খাবার খাওয়া শুরু ও শেষে দোয়া

খাবার খাওয়ার আগে ঃ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ।

খাবার শেষের দোয়া: আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাক্বানা ওয়া জায়ালানা মিনাল মুসলিমীন।

সোমবার, ১২ জুন, ২০১৭

মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার দোয়া

- ৯টি মন্তব্য
দৈনন্দিন জীবনে ইসলাম
বিভিন্ন প্রকার আমল
মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া ঃ 

মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া ঃ 

রাসুল (সা.) বলেছেন,,, যখন তোমাদের কেহ মসজিদে প্রবেশ করবে, তখন (প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করে) বলবেঃ

‘আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রাহমাতিকা’ অর্থাৎ- ‘হে আল্লাহ! আমার জন্য রহমতের দরজা খুলে দিন।’

আর যখন মসজিদ থেকে বের হবে তখন (বাম পা আগে দিয়ে) বলবেঃ

‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা”


রবিবার, ১১ জুন, ২০১৭

রোগ থেকে আরোগ্য

- কোন মন্তব্য নেই
দৈনন্দিন জীবনে ইসলাম
বিভিন্ন প্রকার আমল

রোগ থেকে আরোগ্য
اَللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اِشْفِ اَ نْتَ الشَّافِىْ لاَ شَافِىْ اِلاَّ اَ نْتَ شِفَاءً لاَيُغَادِرُ سُقْمًا

আল্লাহুম্মা রাব্বান নাছি মুযহিবাল বাছি - ইশফি আনতা শাফি - লা শাফি ইল্লা আনতা শিফা'ন লা ইয়োগাদিরু সুকমা

আনাস (রাঃ) বলেছেন, রাসূল (সাঃ) অসুস্থ ব্যাক্তিদের উপর এই দোয়া পড়ে ফু দিতেন। অসুস্থ ব্যাক্তি দ্রুত আরোগ্য লাভ করতো। (বুখারী শরীফ খন্ড-২ পৃষ্ঠা-৮৫৫)
ব্যাথা উপশম
اَعُوْذُ بِعِزَّ ةِ اللهِ وَقُدْرَ تِهِ مِنْ شَرِّ مَااَجِدُ

আউযুবি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শার'রি মা আজিদু

হযরত উসমান (রাঃ) একবার ব্যাথার যন্ত্রনায় কাতড়াচ্ছিলেন। রাসূল বললেন, আপনি ডান হাত দিয়ে ব্যাথার স্থান বুলানোর সময় এই দোয়া সাতবার পড়ুন। ব্যাথা ধীরে ধীরে কমে যাবে। (সুনান আবু দাউদ,খন্ড-২ পৃষ্ঠা-৫৪৩)
জান্নাত লাভ
য়াল্লাহু আ’লা কুল্লি শাইয়িন ক্বাদির। আল্লাহুম্মা ইয়া ইন্নামাল বাসারী ওয়া ইয়া আজিমাল খাতারী। ওয়া ইয়া ওয়াসিয়াল মাগফিরাতী। ওয়া ইয়া আজিজাল মান্নি ওয়া ইয়া মালিকি ইয়াওমুদ্দিন বিহাক্বী ইয়্যা কানা’বুদু ওয়া ইয়্যা কানাছতাঈন। বিরাহমাতিকা ইয়া রাহমানুর রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইলাহাল আলামীন ওয়া ইয়া খাইরান নাছিরিন। ওয়া ইয়া গিয়াসাল মুস্তাগিছিনা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

শনিবার, ১০ জুন, ২০১৭

ঋণ মুক্তির দোয়া

- কোন মন্তব্য নেই
দৈনন্দিন জীবনে ইসলাম
বিভিন্ন প্রকার আমল

ঋণ মুক্তির দোয়া

اَللَّهُمَّ اكْفِنِىْ بِحَلاَ لِكَ عَنْ حَرَامِكَ وَاَغْنِنِىْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

আল্লাহুম্মা আকফিনি বি হালালিকা আ'ন হারামিকা আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা

হযরত আলী (রাঃ) বলেছেন, যে ব্যাক্তি এই দোয়া পড়বে সে যদি পাহাড়ের সমানও দেনাগ্রস্থ হয়ে থাকে তবুও তার জন্য দেনা পরিশোধ সহজ করে দেয়া হবে। (তিরমিজী শরীফ, খন্ড-২ পৃষ্ঠা-১৯৫)

বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

দৈনন্দিন জীবনে ইসলাম

- কোন মন্তব্য নেই
দৈনন্দিন জীবনে ইসলাম
বিভিন্ন প্রকার আমল-০১

ঘুম থেকে উঠার পরে দোয়াঃ 


اَلْحَمْدُ للهِ الَّذِىْ اَحْىَ نَفْسِىْ بَعْدَ مَااَمَاتَهَا وَ اِلَيْهِ النُّشُوْرُ

আলহামদুলিল্লাহিল লাজি আহইয়া নাফছি বা'দা মা আমাতাহা ওয়া ইলাইহিন নুশুর।
দুনিয়ায় মানুষ কমবেশি বিপদ, মসিবত ও পেরেশানিতে পড়ে। এসব থেকে মুক্তি লাভের উপায় হিসেবে নবী করিম (সা.) উম্মতকে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া শিখিয়েছেন। তা থেকে কিছু উল্লেখ করা হলো।

হজরত সাদ ইবনে আবী ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ-কষ্টের সময় বলতেন, ‘লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজজোয়ালিমিন।’ (একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী)। -জামে তিরমিজি, হাদিস : ৩৫০০


মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

ঘরে প্রবেশ এবং ঘর থেকে বাহির হওয়ার দোয়া

- কোন মন্তব্য নেই

দৈনন্দিন জীবনে ইসলাম
বিভিন্ন প্রকার আমল

ঘরে প্রবেশ ও ঘর হইতে বাইরে যাওয়ার সময় পড়ার দোয়া সমূহ)
দৈনিন্দন জীবনে রাসূল স: এর একটা আমল ছিল ঘরে প্রবেশ ও ঘর হইতে বাইরে যাওয়ার সময় দোয়া। এই ছোট্ট সুন্নাতের আমল আমাদের মাঝে নাই। এটা শুধু সুন্নাত নয়, বরং ফযিলাতেরও। এতে আমাদের নিরাপত্তা ও বরকত। জাবের ইবেনে আব্দুল্লাহ রা. হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (স:) কে বলিতে শুনেয়াছি যে,

"إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ أَدْرَكْتُمُ الْمَبِيتَ فَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ قَالَ أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ." (رواه مسلم)

“যখন মানুষ নিজের ঘরে প্রবেশ করে এবং প্রবেশের সময়ও খাওয়ার সময় আল্লাহ তায়ালার যিকর করে তখন শয়তান (তাহার সঙ্গীদেরকে) বলে, এখানে আমাদের জন্য না রাত্রিযাপনের জায়গা আছে, না রাত্রের খাবার আছে। আরযখন মানুষ ঘরে প্রবেশ করে এবং প্রবেশের সময় আল্লাহতায়ালার যিকর করে না, তখন শয়তান (তাহার সঙ্গীদেরকে) বলে, এখানে তোমারা রাত্রিযাপনের জায়গা আছে পেয়ে গিয়েছো। আর যখন খাওয়ার সময়ও আল্লাহতায়ালার যিকর করে না, তখন শয়তান (তাহার সঙ্গীদেরকে) বলে, এখানে তোমরা রাত্রিযাপনের জায়গা ও রাত্রের খাবারও পেয়ে গিয়েছে।” (সহীহ মুসলিম)
অন্য বর্ণনায় আছে, যখন দোয়া পড়ে ঘর থেকে বের হয়, তখনতাহাকে বলা হয় (অর্থাৎ ফেরেশতারা বলে) তোমার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাকে সমস্ত অকল্যাণ হইতে হেফাজত করা হইয়াছে। শয়তান (ব্যর্থ হইয়া) তাহার নিকট হইতে দূর হইয়া যায়। অন্য আরেক বর্ণনায় আছে, শয়তান তাহার নিকট হইতে দূর হইয়া যায়, অপর এক শয়তান প্রথম শয়তানকে বলে, তুমি ঐ ব্যক্তিকে কিভাবে আয়ত্ত্বে নিতে পার, যাহাকে পথ দেখাইয়া দেওয়া হইয়াছে, যাহার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং তাহার হেফাজত করা হইয়াছে। (হাদিস সহীহ/আবুদাউদ ও তিরমিযী, বর্ণনায় আনাস রা.)

ঘরে প্রবেশের দোয়া:

1. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ, بِسْمِ اللَّهِ وَلَجْنَا بِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا.

(حديث ضعيف/ رواه ابو داود عن ابي مالك الاشعري رضيالله عنه)

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আস আলুকা খায়রাল মাওলাজি ওয়াখায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনাবিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট ঘরে প্রবেশ করা ও ঘর হইতে বাহির হওয়ার কল্যাণ প্রার্থনা করিতেছি। আমরা আল্লাহ তায়ালারই নামে ঘরে প্রবেশ করি এবং আল্লাহ তায়ালারই নামে ঘর হইতে বাহির হই, এবং আমাদের রব আল্লাহর উপরই আমরা ভরসা করি।

2. السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عَبَّادِ اللَّهِ الصَّالِحِينَ / السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ.

(حديث صحيح/ رواه الترمذي عن انس بن مالك رضي الله عنه)

উচ্চারণ: আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন, আসসলামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

অর্থ: আমাদের উপর এবং নেক বান্দাদের উপর শান্তি বর্ষিক হোক। তোমাদের উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হোক।
ঘর হইতে বাহিরে যাওয়ার সময় পড়ার দোয়া:

1. بِسمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ، لاَ حَولَ وَلاَ قُوَّةَ إلاَّ باللهِ.
يقال له كقيت ووقيت وتنحي عنه الشيطان. وفي رواية فتتنحي له الشياطين, فيقول شيطان آخر كيف لك برجل قد هدي وكفي ووقي. (حديث صحيح/ رواه ابو داود والترمذي عن انس بن مالك رضي الله عنه)
উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্বালতু আলাল্লাহ, লা হাও লা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ।
অর্থ: আমি আল্লাহর নামে বাহির হইতেছি, আল্লাহর উপরই আমার ভরসা, কোন কল্যাণ হাসিল করা এবং কোন অকল্যাণ হইতে বাঁচার ব্যাপারে সফলকাম হওয়া একমাত্র আল্লাহর হুকুমে সম্ভব হইতে পারে।
2. اللَّهُمَّ إِنِّي أعُوذُ بِكَ أنْ أضِلَّ أَوْأُضَلَّ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ، أَوْ أظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أجْهَلَ أَوْيُجْهَلَ عَلَيَّ.

(حديث صحيح/ رواه ابو داود و الترمذي عن ام سلمة رضي الله عنها)

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা আন আদিল্লা আও উদাল, আও আযিল্লা আও উযাল, আও আযলিমা আও উযলাম, আও আজহালা আও উযহালা আলাইয়া।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট এই ব্যাপারে পানাহচাইতেছি যে, আমি পথভ্রষ্ট হইয়া যাই অথবা আমাকে পথভ্রষ্ট করা হয়; অথবা সরল পথ হইতে পদাঙ্খলিত হই আথবা আমাকে পদাঙ্খলিত করা হয়; অথবা আমি জুলুম করি অথবা আমার উপর জুলুম করা হয়; অথবা আমি অজ্ঞাতাবশতঃ খারাপ আচরণ করি অথবা আমার সহিত অজ্ঞাতাবশতঃ খারাপ আচরণ করা হয়।
3. آيَةَ الْكُرْ سِيْ.

(حديت ضعيف/ تخريج التاج الجامع)

আয়াতুল কুরসী পাঠ করা।
4. أَسْتَوْدِعُكُمُ اللهَ الَّذِى لاَ تَضِيْعُ وَدَائِعُهُ.

(حديث صحيح/ رواه احمد و ابن ماجة عن ابي هريرة رضي الله عنه)

উচ্চারণ: আসতাওদিয়ুকুমুল্লা হাল্লাযি লা তাদিয়ু ওয়াদিয়ু।

অর্থ: আমি তোমাদিগকে সেই আল্লাহর হাতে সোর্পদ করিতেছি, যার নিকট সোর্পদকৃত আমানত কখনো বিনষ্ট হয়না।
প্রাকৃতিক দূর্যোগ
بِسْمِ اللهِ الَّذِىْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْئٌ فِى اْلاَرْضِ وَ لاَ فِى السَّمَآءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর'রু মা'আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি'ই ওয়াহুয়া সামি'য়ুল আলিম

রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দূর্যোগ থেকে হেফাজতে থাকবে। (তিরমিজী শরীফ, খন্ড-২ পৃষ্ঠা-১৭৩